Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই যাত্রী এখনও আইসিইউ-তে, অণ্ডালে বিপত্তির পর স্পাইসজেটের সব বিমান পরীক্ষার নির্দেশ – News18 Bangla

#কলকাতা: দুর্গাপুরে স্পাইসজেটের বিমানে প্রবল ঝাঁকুনির জেরে আহত হয়ে দুই যাত্রী আইসিইউ-তে চিকিৎসাধীন৷ এই দুর্ঘটনায় আহতের সংখ্যা অন্তত ১৫ জন৷ যার মধ্যে যাত্রীদের পাশাপাশি বিমানকর্মীরাও রয়েছেন৷

ডিজিসিএ-এর তরফে ইতিমধ্যেই ওই বি৭৩৭-৮০০ বিমানটির ওড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেেব স্পাইসজেটের সমস্ত বিমানের পরীক্ষা করা হবে৷ শুধু তাই নয়, মুম্বাই থেকে অণ্ডালগামী ওই বিমানের দায়িত্বে থাকা মস্ত কর্মী, মেইনটেনেন্স কন্ট্রোল সেন্টারের দায়িত্বে থাকা কর্মী ও আধিকারিকদেরও আপাতত বসিয়ে দেওয়া হয়েছে৷ বিমানটির ওড়ার বিষয়ে যে কর্মীরা ছাড়পত্র দিয়েছেন, তাদের উপরেও একই নিষেধাজ্ঞা জারি হয়েছে৷

আরও পড়ুন: গরমের ছুটির ভিড় সামাল দিতে ছুটছে দিঘা স্পেশ্যাল ট্রেন, কখন-কোথা থেকে ছাড়বে জানেন?

প্রসঙ্গত, রবিবার মুম্বাই থেকে অণ্ডালগামী ওই বিমানটি অবতরণের আগে মাঝআকাশেই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে৷ যার জেরে বিমানের মধ্যে প্রবল ঝাঁকুনি শুরু হয়৷ বিমানটি যে উচ্চতায় উড়ছিল, এক ধাক্কায় তার থেকে অনেকটা নীচে নেমে আসে৷

আরও পড়ুন: বিয়েবাড়ির আনন্দেও কাটেনি আতঙ্ক! মুম্বই-অন্ডাল বিমানযাত্রীর ভয়াবহ অভিজ্ঞতা…

এর জেরে বিমানের ভিতরে থাকা বহু যাত্রীর মাথা, শিরদাঁড়া, কপাল এবং মুখে আঘাত লাগে৷ আহতদের মধ্যে দু’ জন এখনও দুর্গাপুরের দু’টি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর৷ তাঁদের আইসিইউ-তে রেখে চিকিৎসা করা হচ্ছে৷

ডিজিসিএ-র তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার সময় বিমানটির অটোপাইলট মোড কাজ করেনি৷ সেই সময় নিজেরাই বিমানটিকে ওড়ান চালকরা৷ দুর্গাপুর এটিসি-র সঙ্গে যোগাযোগ করে বিমান চালকরা ঘটনার কথা জানান৷ বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ায় অবতরণের পরেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা তৈরি রাখতে বলা হয়৷

Published by:Debamoy Ghosh

First published:

Tags: SpiceJet

Source link

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read