Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কম্পিউটারে ভুতে গেম খেলার জেরে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রের।

প্রদীপ কুমার সিংহ :- ছেলে মোবাইলে ভূতের  গেম খেলায় আসক্ত ছিল। মোবাইল খারাপ হয়ে যাওয়ায় বাবা আর মোবাইল তার হাতে দেয়নি। ছেলে কম্পিউটারে ভুতে গেম খেলায় আসক্ত হয়। বাবা ও মা বারবার বারণ করেছিল ছেলেকে। কিন্তু তাদের কথার কর্ণপাত করেনি ছেলে। শেষে কম্পিউটারে ভুতে গেম খেলা জেরে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রের। মৃত ছাত্রের নাম সাগ্নিক নস্কর  (১৬)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায়। মৃত ছাত্রের বাবা আইনজীবী বিদ্যুৎ নস্কর বলেন ছেলে সাগ্নিক গো চরণে নর্থ পয়েন্ট স্কুলের নবম শ্রেণীতে পড়াশোনা করত। রবিবার রাতে নরমাল খাওয়া-দাওয়া করে দোতলার ঘরে ও একা থাকে সেখানে শুতে গিয়েছিল। সোমবার সকালবেলায় ওর মা (শিক্ষক ) দরজা খুলতে বলে কিন্তু দরজা খোলে নি সাগ্নিক। পরে বিদ্যুৎ বাবু বাজার থেকে আসলে সে গিয়ে দরজা ভেঙে দেখে সিলিং ফ্যানে সাগ্নিক ঝুলছে। সঙ্গে সঙ্গে আশেপাশে  মানুষ খবর পেলে তারা ছুটে আসে সাগ্নিকে নিয়ে বারুইপুর মহাকুমা হাসপাতালে যায় সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানা পুলিশ সাগ্নিকের দেহটি নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকার শোকের ছায়া নেমে আসে। তবে স্থানীয় বাসিন্দারা জানান সাগ্নিক ভালো ছেলে ছিল। যদিও স্থানীয় বাসিন্দারা আরও জানায়  কিছুদিন হয়েছে  পাড়ায় নতুন বাড়ি কিনেছে। এতদিন তারা ঠিকই ছিলেন। সাগ্নিক খুব মিসুখে ছিল। তবে সাগ্নিকের এই আত্মহত্যার বাড়ির বাবা মা ও স্থানীয় বাসিন্দারা মেনে নিতে পারছে না।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read