অটো উল্টে প্রাণ গেল এক ব্যক্তির, আহত হল তিন জন। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দিঘা মেরিন ড্রাইভের তাজপুর বালিসাই রাস্তার উপর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে রামনগর চাউলখোলা মন্দারমনি রুটে অটো চালাতেন ভূপতিনগর থানার উত্তর বিজয়নগর গ্রামের যুবক সুকান্ত মাইতি। এদিন সুকান্ত তার গ্রামের ৬-৭জন যাত্রী নিয়ে উড়িষ্যার চন্দনশ্বর মন্দিরের পুজো দিতে যায়।পুজো দিয়ে ফিরছিলাম দিঘা মেরিন ড্রাইভ ধরে তাজপুর হয়ে আলমপুর ফিসারির কাছে দিঘা নন্দকুমার জাতীয় সড়কে ওঠার কথা ছিল। তাজপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অটো উল্টে যায়।
তার জেরে গুরুতর জখম হয় সুকান্ত মাইতি (৩৯) ও তাপসী দাস কে স্থানীয়রা উদ্ধার করে বড়রংকুয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সুকান্ত মাইতি কে মৃত বলে ঘোষণা করেন।তাপসী দাস এর অবস্থার অবনতি হলে তাকে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সংকটজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছে।
খবর পেয়ে মন্দারমনি থানার পুলিশ গিয়ে দুর্ঘটনা গ্রস্ত অটোটিকে উদ্ধার করে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।