অবৈধ শব্দবাজি উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো মারিশদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গোপনে খবর পেয়ে মারিশদা থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় খড়িপুকুরিয়ার একটি দোকানে হানাদেয়। ওই দোকান থেকে কিছু পরিমাণ শব্দবাজি উদ্ধার করে। পাশাপাশি ওই দোকানের মালিক সেক সিরাজুল মিঁয়াকে গ্রেফতার করে। ধৃতকে বুধবার কাঁথি মহকুম আদালতে তোলা হয়।
উল্লেখ্য জেলা জুড়ে বিস্ফোরণ কান্ড রূপে জেলা পুলিশ নড়ে চড়ে বসেছে। জেলা পুলিশের নির্দেশে জেলার সর্বত্র নিষিদ্ধ বাজি ও বোমা উদ্ধার অভিযান চলছে। সেই কারণে মারিশদা থানার পুলিশ মঙ্গলবার অভিযান চালায়।
Author: ekhansangbad
Post Views: ১২২