বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ নং ব্লকে গঠিত মৎস্য উৎপাদক গোষ্ঠীর সমূহ কে মাছ চাষে উৎসাহিত করতে বাগদা,ভিনামী,পার্শে, ভাঙড় মাছ ও চিংড়ির চারা বিতরণ করা হল
নন্দীগ্রাম ১ ব্লকে এখনও অবধি ১৭ টি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছে। মৎস্য উৎপাদক গোষ্ঠীগুলি নোনা জলে চাষে উপোযুক্ত ভেনামি,বাগদা,চিংড়ি ও অন্যান্য মাছ চাষের সাথে যুক্ত রয়েছে। জানা গেছে মৎস্য দফতর আগেই এই মৎস্য উৎপাদক গোষ্ঠীগুলিকে নিয়ে ব্লক পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলো।
ঈষদ নোনা জলে মাছ চাষের জন্য বাগদা, ভেনামি চিংড়ির চারা বিতরণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ অসীমা দাস, জেলা মৎস্য আধিকারিক মোহাম্মদ সৈয়দ সিদ্দিকী,নন্দীগ্রাম ১ ব্লক এর মৎস্য সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু প্রমুখ।
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া গ্রামে গঠিত মৎস্য উৎপাদক গোষ্ঠী দিশা মৎস্য উৎপাদক গোষ্ঠীর গ্রুপ লিডার আমাদুল্লাহ বলেন যে সরকারি ভাবে বাগদা ভেনামি পার্শে,ভাঙড় মাছের চারা পাওয়ায় আমরা অত্যন্ত খুশি।