ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এর ১৭তম জেনারেল কাউন্সিল তিন দিন ধরে হতে চলছে কাঁথি শহরের বীরেন্দ্র মেমোরিয়াল হলে ।তার প্রারম্ভিক প্রস্তুতি শুরু হল অভ্যর্থনা কমিটি গঠনের মাধ্যমে।
দেশ ও রাজ্য জুড়ে মানুষের জীবন দায়ী ওষুধের গুণমান এবং দাম নিয়ে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত। জীবন দায়ী ওষুধের দাম কোম্পানিগুলো লাগামহীন ভাবে বাড়িয়ে চলছে ।যা দরিদ্র মানুষের আয়ত্ত্বের বাইরে।তাই আগামী সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা তাদের কাজের নিরাপত্তা ,ওষুধের জিএসটি কমানো ,বিনামূল্যে ভ্যাকসিন প্রদান ইত্যাদি দাবি তুলবেন আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর । এই জেনারেল কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে ,সেই উপলক্ষে কাঁথি শহরের একটি অনুষ্ঠান সভাগৃহে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়,সংগঠনের সভ্যদের উপস্থিতিতে । প্রায় চার শতাধিক ডেলিগেট রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিত্ব করবেন।
সেই উপলক্ষে অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান নির্বাচিত হলেন, ডাঃ তথাগত দাস, সভাপতি মিঠুন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক কিংকর সামন্ত ও কোষাধ্যক্ষ তাপস দুবে। এ ছাড়াও অর্থ উপ-সমিতি,প্রচার,খাদ্য সহ ৭টি উপসমিতির কনভেনার ও সদস্য নির্বাচিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বাসব রায়চৌধুরী, সভাপতি শুভ্রাংশু ভট্টাচার্য এবং কোষাধ্যক্ষ টিঙ্কা মাঝি।আগামী সম্মেলনের সহযোগিতা ও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সি আই টি ইউ পূর্ব মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক সুব্রত পন্ডা ,কাঁথি রিজিওনাল সম্পাদক জয়দেব পন্ডা।সভাটি পরিচালনা করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি মিঠুন চক্রবর্ত্তী ।উপস্থিত ছিলেন বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃত্ব ।