বিয়ের আসর থেকে নাবালিকাকে উদ্ধার করল পুলিশ ও ব্লক প্রশাসন। পটাশপুর ২ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের বাল্যগোবিন্দপুর গ্রামের নাবালিকার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক যুবকের ফোনালাপে প্রেম। তারপর বিয়ের উদ্দেশ্যে ঘর থেকে পালিয়ে যায় নাবালিকা।
দাঁতনের যুবকের এক আত্মীয়ের বাড়ি পশ্চিম মেদিনীপুরের সাউরীতে বিয়ের আসর বসায়। খবর পেয়ে দাঁতন এর বিডিও পুলিশ নিয়ে হাজির হয় বিয়ের আসরে। বিয়ে বন্ধ করে নাবালিকা কে উদ্ধার করে। দাঁতনের বিডিও পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্খ ঘটকের হাতে তুলে দেয় নাবালিকাকে। বিডিও নাবালিকার বাবার মুচলেকা নিয়ে নাবালিকা মেয়েকে বাড়ি পাঠা। সচেতন করা হয় নাবালিকার বাবা ও পরিবার। প্রাপ্ত বয়স না হলে বিয়ে দেওয়া যাবে না।
Author: ekhansangbad
Post Views: ৫৫