Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্থায়ী দোকানগুলি সরানো শুরু হচ্ছে তমলুকে

শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের দপ্তরের আশেপাশে থাকা সমস্ত অস্থায়ী দোকান গুলি সরানো শুরু করেছে দোকানদারেরা।

বৃহস্পতিবার নবান্নে সমস্ত পুরনিগমের মেয়র, সমস্ত দফতরের সচিব, অতিরিক্ত সচিব, জেলাশাসক এবং পুলিশকর্তাদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী।সেখানে সরকারি জমি ‘বে-হাত’ হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্যের আমলা-পুলিশদের। পাশাপাশি, পুর ও নগরোন্নয়ন দফতরের কাজ নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তারপরেই শুক্রবার সকালে  তমলুকে দোকান সরানোর কাজ শুরু হল । অস্থায়ী দোকানদারেরা জানান, তারা প্রায় সাড়ে তিন বছর ধরে এই জেলা শাসকের দপ্তরের পাশে অস্থায়ী দোকান করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু জেলাশাসক নির্দেশ দিয়েছেন এই অস্থায়ী দোকান রাখা যাবে না, তাই দোকানদারেরা ঐক্যবদ্ধ হয়ে জেলাশাসকের সঙ্গে দেখা করবেন এমনটাই জানান দোকানদারেরা।

এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক বলেন দ্রুত দোকানঘর সরিয়ে না নিলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয় এই অস্থায়ী দোকান জেলা চত্বরে থাকে কি না!

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read