Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আনন্দে মেতেছে দিঘায় আগত পর্যটকেরা।

গাড়োয়াল টপকে রাস্তায় আসছে ঢেউ। আনন্দে মেতেছে পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘায় আগত পর্যটকরা।

দীর্ঘ দহন জ্বালা মিটিয়ে অবশেষে শান্তির বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। উপকূলবর্তী সমুদ্র সৈকত দিঘা, মান্দারমনি ,তাজপুর শংকরপুরে গত বৃহস্পতিবার  থেকেই শুরু হয়েছে  বর্ষা। শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি উত্তাল রয়েছে সমুদ্র। দিঘায় আগত পর্যটকরা একদিকে গরম থেকে যেমন স্বস্তি পেয়েছেন   উত্তাল সমুদ্র কে দেখে তারাও খুশি।

সমুদ্র উত্তল থাকার দরুন সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। দিঘা পুলিশ প্রশাসন ও নুলিয়াদের তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read