শুক্রবার ছিলো আন্তর্জাতিক ‘যোগা দিবস’
বিগত বছর গুলোর মতো সারাদেশ সহ সারাবিশ্বে শরীর সচেতন মানুষজন যোগ অভ্যাস করেন এদিন।
এ সবের সাথে তাল মিলিয়ে এদিন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীরও যোগ দিবসে অংশগ্রহণ করেন।
পূর্ব মেদিনীপুর জেলার নতুন দিঘার পুলিশ হলিডে হোম ঘাটের পার্কে প্রাক্তন সেনাকর্মীদের আয়োজনে যোগ দিবস পালন হয়।
Author: ekhansangbad
Post Views: ৭১