Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাত্র আড়াই বছর বয়সে জিনিয়া মান্নার নাম উঠলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ 

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের মোহিষগোট গ্রামের ছোট্ট মেয়ে জিনিয়া মান্না চলতি বছরে ইন্ডিয়া বুক অফ  রেকর্ডস-এ নাম নথিভুক্ত করে নিলো ।জিনিয়ার বয়স সবেমাত্র আড়াই বছর।আর এই বয়সেই নিমেষেই  বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেখে দেশের নাম বলতে পারে,ইংরেজিতে বারো মাসের নাম, সপ্তাহের সাত দিনের নাম,ছটি ঋতুর নাম,বিভিন্ন কবিতা সহ একাধিক বিষয়ে আধোআধো কথায় নিমেষেই বলে ছোট্ট জিনিয়া।

গত দুু’মাস আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ‘ এ নাম নথিভুক্তিকরণের জন্য সমস্ত বিষয় জানিয়ে আবেদন পাঠানো হয়।এরপর সমস্ত দিক বিবেচনা করে অবশেষে আজ বাড়িতে এলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পুরস্কার।সংস্থার পক্ষ থেকে জিনিয়ার জন্য পাঠায় একটি সুদৃশ্য মেডেল,এছাড়াও শংসাপত্র,সুদৃশ্য পেন সহ একাধিক উপহার।আর এই পুরস্কার আসার পরই। মহিষগোট গ্রামের মান্না পরিবারে রীতিমতো খুশির হাওয়া।

ছোট্ট জিনিয়াকে দেখবার জন্য ভিড় জমাচ্ছে স্থানীয়রা।মা রুম্পা মান্না ও বাবা তুষার মান্না জানান,তাদের ছোট্ট মেয়ের এই প্রতিভা দেখে তারা সত্যিই অভিভূত।আগামীদিন আরো কোন প্রতিযোতিতায় জিনিয়া তার নিজের নাম নথিভুক্ত করতে পারে তার চেষ্টা তারা করবেন।

ছোট্ট বয়স থেকে জিনিয়ার এই অভাবনীয় প্রতিভার পেছনে মা রুম্পা মান্না সময় দিয়ে থাকেন ।পাশাপাশি বাবা, দাদু ঠাকুমাও বিভিন্নভাবে জিনিয়াকে  সাধারণজ্ঞানের বিভিন্ন প্রশ্ন – উত্তর শেখান।সবমিলিয়ে আড়াই বছরের কোলাঘাটের ছোট্ট জিনিয়া যে জিনিয়াস হবে, সে বিষয়ে সন্দেহ নেই বলছেন স্থানীয়রা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read