রামনগর থানা ট্রাফিকের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো।
মূলত গণপরিবহনের সঙ্গে যুক্ত অর্থাৎ বিভিন্ন গাড়ির চালকদের চক্ষু পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আজকের এই শিবিরের আয়োজন।
রাজ্য সরকারের চালু করা সেফ ড্রাইভ সেভ লাইফ এর আওতায় চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। পঞ্চাশেরও বেশি জন গাড়ির চালক এ দিনকার শিবিরে উপস্থিত হয়ে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করান। এছাড়াও যারা পুলিশের গাড়ি চালান তারাও এসেছিলেন স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষার শিবিরে।
কয়েকদিন আগেই রামনগর বাজারে একজন বাস ড্রাইভার হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। সেই সময় তিনি বাস চালাচ্ছিলেন। তাই গাড়ি চালক বা ড্রাইভাররা যাতে মাঝে মাঝেই চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত বলে মনে করেন পুলিশ কর্মীরা।। পাশাপাশি এদিন সাবধানে এবং সতর্কভাবে গাড়ি চালানোর বার্তাও দেওয়া হয় ড্রাইভারদের।