আত্ম বলিদান দিবসে পূর্ব মেদিনীপুরের কাঁথি’র কন্টাই টাউন রাখাল চন্দ্র বিদ্যাপীঠের সামনে, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি’র মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিবার সকালে শ্রদ্ধার্ঘ নিবেদন করে শুভেন্দু অধিকারী বলেন ১৯৫৩ সালে আজকের দিনে মৃত্যু হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি’র। তাই তার এই মৃত্যুর দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকের দিনটিকে আত্ম বলিদান দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি।
আত্ম বলিদান দিবসে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন- তৎকালীন যারা দেশের শাসক , তাকে কার্যত খুন করেছিল।ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন, তাই তাঁকে কম কম করে বিষ দিয়ে খুন করে,তাই তাঁকে বিনা চিকিৎসায় ফেলে রেখেছিলো শ্রীনগরে আটকে । কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্ম বলিদান দিতে হয়েছে। তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয়, আজকের দিনটি আত্ম বলিদান দিবস।