কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে জোর কদমে তৎপরতা শুরু হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের। তবে এই নির্বাচনে শাসক এবং বিরোধী কেউই এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। জোর তৎপরতা শুরু হয়েছে তৃণমূল, বিজেপি এবং বাম দলগুলির মধ্যে। সদ্য লোকসভা নির্বাচনে শাসক তৃণমূল পূর্ব মেদিনীপুরে তার জমি হারিয়েছে। পূর্ব মেদিনীপুর দখলে রেখেছে বিজেপি। এবার দেখার কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনে কোন পক্ষ জয়ী হয়। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে লোকসভা নির্বাচনে যেভাবে দক্ষতার সঙ্গে অধিকারী পরিবার তার জমি ধরে রাখতে পেরেছে ঠিক সেভাবেই কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের জমি ধরে রাখতে পারে কিনা।সেটাই এখন দেখার বিষয়বস্তু। নির্বাচনী দামামা বাজতেই সব দলের মধ্যেই তৎপরতা তুঙ্গে।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ২৩ জুন রবিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলো। ২৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত হবে। ১৪টি নির্বাচনক্ষেত্রের ১১০ জন ডেলিগেট এর জন্য কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের প্রধান অফিসে ৭ টি টেবিলের মাধ্যমে মনোনয়নপত্র বিতরণ এর কাজ চলছে। মোট ৮২ হাজার ৭৪ জন ভোটার ভোট দানের মাধ্যমে ১১০ জন ডেলিগেট নির্বাচন করবেন। ২৬ এবং ২৭ জুন মনোনয়নপত্র গ্রহণ করা হবে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত। ২৮ জুন মনোনয়নপত্র পরীক্ষা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ২৯ জন সকাল ১১ টা থেকে বিকাল ৩ টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার শেষ হবে। ওই দিনই বিকাল ৪ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রতীক থাকলে বিকাল পাঁচটায় প্রতীক বিতরণ করা হবে। আগামী ১১ জুলাই থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। ভোটগ্রহণ চলবে আগামী ১৮ ই আগস্ট পর্যন্ত। ২৫ আগস্ট সকাল থেকে কাঁথি প্রভাত কুমার কলেজে ভোট গণনার কাজ চলবে। ঐদিনই ভোট গণনার ফলাফল প্রকাশ করা হবে। লোকসভা নির্বাচনের পর আবার এই কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে দুই জেলা জুড়ে।