উই কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন ইনষ্টল ও স্যানিটারি ন্যাপকিন সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকের খাকুরদার বড় মোহনপুর উচ্চ বিদ্যালয় এ। বহু দিন ধরে এই বিদ্যালয়ের মেয়ে রা পিরিয়ডের জন্য স্কুল বন্ধ করে দিত কিংবা হঠাৎ ক্লাস চলাকালীন পিরিয়ড হলে সমস্যা র সম্মুখীন হতে হতো।সেই সমস্যা থেকে ই বিদ্যালয় থেকে উই কেয়ার ফাউন্ডেশনের কাছে অনুরোধ আসে ভ্যান্ডিং মেশিনের ব্যবস্থা করে দেওয়া র জন্য।এই উদ্যোগে এই ভেন্ডিং মেশিন ও স্যানিটারি ন্যাপকিন সচেতনতা শিবিরে মেয়েরা ভীষণ ভাবে উপকৃত হবে বলেন জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সংগঠনের পক্ষ থেকে মিলন গিরি জানা আমরা বিদ্যালয় গুলো কে বেছে নিয়েছি স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য।কারন বিদ্যালয় চলাকালীন ই মেয়েদের রজঃ ক্রিয়া শুরু হয়।
বিদ্যালয় যাতে মেয়েদের সমস্যা য় পড়তে নি হয় তার জন্য এই বিদ্যালয়কে ভেন্ডিং মেশিন উপহার দিয়ে আমরা খুশি। সংগঠনের আরেক যোদ্ধা পরাক্রম শাসমল বলেন এর পূর্বে ও আমরা একটি ভেন্ডিং মেশিন ইনষ্টল করেছি পুরুলিয়া র এই বিদ্যালয়ে। আগামী দিনে আর বেশ কয়েকটি বিদ্যালয় এই মেশিন আমরা উপহার দেবো। আমাদের এই ভেন্ডিং মেশিনে জন্য সাহায্য র হাত বাড়িয়ে দিয়েছেন দ্যা লাস্ট পার্সন সংস্থা। ওনাদের বিশেষ ধন্যবাদ