গ্রাম কমিটিকে না জানিয়ে কোন জমি কেনাবেচা করা যাবেনা ।এলাকায় এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শহীদ মাতঙ্গিনী ব্লকের কাখরদা গ্রাম পঞ্চায়েতের কাঁকটিয়া গ্রামের ঘটনা। গ্রামের রাস্তার পাশের গাছে ,ইলেকট্রিক পোস্ট চৌরাস্তার মোড়ে এমন ফতোয়া পোস্টার লাগানো হয়েছে গ্রাম কমিটির নামে।এবারের পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম থেকে বিজেপির পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছে। শুধু তাই নয় এই গ্রাম কমিটি বিজেপি পরিচালিত। ফলে এমন ফতোয়া ফ্লেক্স ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন এমন ফতোয়া বেআইনী। প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
যদিও গ্রাম কমিটির কেউ এই নিয়ে কোন মন্তব্য করতে চাননি। কমিটির সদস্য কৃষ্ণ মাইতিকে ফোন করা হলে তিনি বলেন ফোনে কোন কথা হবেনা । গ্রামে এলে গ্রাম কমিটির সদস্যদের সকলের সামনে যা বলার বলা হবে।
এই বিষয়ে জানার জন্যে বিজেপি নেতা তথা জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইতকে ফোন করা হলেও তিনি ফোন না ধরায় তাঁর মন্তব্য জানা যায়নি।