রাজ্যের হাই মাদ্রাসা’র কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য দিয়ে নিজের সোশ্যাল নেটওয়ার্ক সাইটে পোস্ট করলেন বিজেপি’র নেতৃত্ব থেকে মন্ত্রীরা। হাই মাদ্রাসা’র উন্নয়নে রাজ্য সরকারের টাকা বরাদ্দ জন্যও প্রশ্ন তুললেন বিজেপি’র রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুরাট পুলিশ অভিযোগের ভিত্তিতে শুভ দাস নামে এক যুবককে গ্রেফতার করে। পুলিশে জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ! কি এই তথ্য? শুভ দাস হিন্দু হলেও তিনি বাংলাদেশী মুসলিম ! গত ২০১০ সালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ব্লকের গুড়গ্রাম হাই মাদ্রাসায় পড়াশোনা করেছে ওই যুবক। সেখানে বাড়ী দেখানো হয় নদীয়া জেলার কৃষ্ণনগরে চাকদা এলাকায়। এনিয়ে রাজনৈতিক দলের মধ্যে একে অপরের বিরুদ্ধে দোষারোপ শুরু হয়েছে।
তদন্তকারীদের প্রশ্ন ? বাংলাদেশী মুসলিম হয়েও কেন বাংলায় হিন্দু পরিচয় দিয়ে নন্দীগ্রামে মাদ্রাসায় পড়াশোনা করলো ওই যুবক! পরিবারে বাকি সদস্যরা কোথায়? কেন বা বাংলাদেশ ছেড়ে বাংলায় মাদ্রাসায় পড়াশোনা করলো! গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে সুরাট পুলিশ।
বাংলার রাজ্য বিজেপি নেতৃত্ব থেকে মন্ত্রীরা বাংলার হাই মাদ্রাসা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে। সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে দাবী করেছেন ” রাজ্যের তৃণমূল সরকার মাদ্রাসার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করছেন। বাংলা সরকার মাদ্রাসার এমন কর্মকাণ্ডে সমর্থন রয়েছে?
পাল্টা এনিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল ২০১০সালের রাজ্যের শাসক বাম ফ্রন্টের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছে।