বেপরোয়া গতির বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর এবং গুরুতর জখম হলো বাইক চালক। দুপুরে হলদিয়া মেছোদা রাজ্য সড়কের মহিষাদল এর কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে এক বাইক চালক হলদিয়ার দিক থেকে বেপোরুয়া গতিতে আসছিল এমন সময় মহিষাদল এর কাছে মহিষাদল এর কমলপুরের বাসিন্দা শ্রীকান্ত মিস্ত্রি (৪৫)রাস্তা পারাপার হচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে এবং বাইক চালক ছিটকে পড়ে। দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শ্রীকান্ত মিস্ত্রির অবস্থার অবনতি হলে তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
Author: ekhansangbad
Post Views: ৬৪