পাঁশকুড়ায় বাহারগ্রামে ভারত সরকার স্বীকৃত বাহারগ্রাম সর্বহারা উন্নয়ন সংঘ নেশা মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে এক সনেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রভাত ফেরি সহকারে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রভাতফেরীতে অংশ নেন স্কুলের
ছাত্র-ছাত্রী ,শিক্ষক, নেশা মুক্তি কেন্দ্রের সদস্য,রোগী ও কর্মকর্তারা। প্রভাতফেরীর পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা,কুইজ,রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা,ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এদিন শপথ বাক্য পাঠ করা হয়।শপথ বাক্য পাঠ করেন প্রজেক্ট ডিরেক্টর দীপক সাউ।এখানে রয়েছে ১৫ বেডের হসপিটাল।এখানে যে কোনো নেশায় আসক্ত ব্যাক্তিদের চিকিৎসার মাধ্যমে বিনা খরচে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়া হয়।
সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক মনোজিৎ সিংহ রায়,উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজনেরা।
Author: ekhansangbad
Post Views: ৪৩৯