Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুটপাত দখল মুক্ত করতে তৎপর কাঁথি  পুরো কতৃপক্ষ

মুখ্যমন্ত্রীর নির্দেশে জবরদখল হাঁটাতে তৎপর হলো কাঁথি পুরো কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল থেকে মাইকিং করে সারা শহরে শহরবাসী ও ব্যবসায়ীদের সতর্ক করা হলো। এই ঘোষণায় জানানো হয় যে সমস্ত দোকানদার রাস্তার উপরে মালপত্র বার করে দোকানদারি করছে, যে সমস্ত হকার রাস্তার উপর ব্যবসা করছে, এছাড়াও বহু জায়গায় জবর দখল করে বসে থাকা শহরবাসীকে জানানো হয় এই জবরদখল মুক্ত করতে।

নিজে দায়িত্বে জবরদখল না সরিয়ে নিলে পুরো কর্তৃপক্ষ সরিয়ে দিবে। অভিযোগ শহরে দোকানদাররা রাস্তার উপরে দোকানবার করে দখল করার কারণে শহরে শুরু হয় ব্যাপক যানজট। নাজেহাল হয় সাধারণ পথ চলতি মানুষজন। শহরকে যানজট মুক্ত রাখতে এবং পরিচ্ছন্ন রাখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে পৌর প্রধান সুপ্রকাশ গিরি ও উপপ্রধান নিরঞ্জন মান্না জানিয়েছেন।

নিজ দায়িত্বে জবরদখল সরিয়ে না নিলে আগামী শুক্রবার থেকে জবরদখল সরানোর অভিযান করবে পুরো কর্তৃপক্ষ। হকারদের দাবি ফুটপাতে ব্যবসা করে দিন গুজরান করছিল। ফুটপাত থেকে দোকান সরিয়ে নিলে তারা ব্যবসা করতে পারবে না। সেই কারণে তাদের পুনর্বাসনের দাবি করেছে হকার সংগঠনের পক্ষ থেকে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read