Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদে গাদির উপলক্ষে পথ চলতি মানুষের মধ্যে মিষ্টি ও ফলের জুস বিতরণ

ঈদে গাদির উপলক্ষে দারুয়া লাগাহাটে রাস্তার উপরে পথ চলতি মানুষের মধ্যে আজকে মিষ্টি ও ফলের জুস বিতরণ করা হয,এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। 

এই দিনটি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বেলায়াত দিবস হিসাবে উদযাপন করা হয়। এই দিনকে উদযাপন করার জন্য দারুয়া লাগাহাটে উপস্থিত ছিলেন আব্দুল ওহাব সাহেব, শেখ আজমির উদ্দিন,শেখ আরিফ উদ্দিন ,শেখ রহমান, শেখ রাজিব হোসেন. শেখ রমিজ রাজা, ইসলাম আলী খান প্রমুখ।

এই দিনটিকে উদযাপন করে এলাকায় সম্প্রীতির বাতাবরণকে ঠিক রাখার লক্ষ্যে উভয় সম্প্রদায়ের মানুষদের মধ্যে মিষ্টি এবং  ফলের জুসের প্যাকেট ৮০০ অধিক মানুষজনকে বিতরণ করা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read