বাড়ি থেকে পালিয়ে যাওয়া ৫ বালককে উদ্ধার করল পটাশপুর থানার পুলিশ। পালিয়ে যাওয়া বালকদের বয়স ১০ থেকে ১২বছরের মধ্যে। পটাশপুর-২ ব্লকের কানপুর এলাকা থেকে তাদের উদ্ধার করে পটাশপুর পুলিশ। বুধবার সকালে থানায় নিয়ে আসা হয় ওই পাঁচজন বালককে। তারপর তাদের পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বালকদের বাড়ি পটাশপুর ২ ব্লকের ঝুরিয়া এলাকায়। মঙ্গলবার বিকেলে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর মাঠ ধরে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে কানপুরের কাছাকাছি পৌঁছে যায়।
যদিও সন্ধ্যা নেমে যায়। এদিকে বাচ্চাদের দেখতে না পেয়ে তাদের বাড়ির লোকজন সর্বত্র খোঁজাখুঁজি শুরু করে। তাঁরা থানায়ও খবর দেন। সন্ধ্যা নাগাদ স্থানীয় একটি জঙ্গলের কাছে তাদের দেখতে পান এলাকার লোকজন। ঝুরিয়া গ্রামে খবর দেওয়া হয়। খবর পেয়ে বাড়ির লোকজন সেখানে পৌঁছন। এদিকে পুলিসও এলাকায় যায়। তারা জানায়, বাবা-মায়ের বকুনির কারণে বাড়ি ছেড়েছিল। কানপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পরে পুলিসের তত্ত্বাবধানে থানায় নিয়ে আসা হয় বালকদের। ওসি রণজিৎ বিশ্বাস বলেন, ওই বালকদের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়। তাদের হাতে নতুন জামাকাপড় এবং বিস্কুট তুলে দেওয়া হয়। বাবা-মায়েরা তাঁদের ছেলেকে ফিরে পেয়েছেন বেজাই খুশি।