কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেল বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে। যদিও ব্যাংকের নির্বাচন অরাজনৈতিক ভাবে হওয়ার কথা। ১৪ টি নির্বাচন ক্ষেত্রে ১১০ জন ডেলিগেট নির্বাচন হবেন। তার জন্য ২৫ জুন পর্যন্ত মোট ৫০৭ টি মনোনয়নপত্র বিতরণ হয়েছিল ব্যাংকের নির্বাচনী দপ্তর থেকে। আজ ২৭ জুন বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মোট মনোনয়ন পত্র জমা পড়ল ৪৪০ টি ।
যা আগামীকাল অর্থাৎ ২৮ জুন শুক্রবার মনোনয়নপত্র পরীক্ষা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ব্যাংকের নির্বাচন দপ্তর থেকে জানা গেছে কাঁথি- ১ নির্বাচনক্ষেত্রে ৫ জন ডেলিগেটের জন্য ২৭ টি,কাঁথি- ২ নির্বাচনক্ষেত্রে ৩ জন ডেলিগেটের জন্য ১৫ টি,কাঁথি -৩ নির্বাচনক্ষেত্রে ৪ জন ডেলিগেটের জন্য ২৮ টি, কাঁথি -৪ নির্বাচনক্ষেত্রে ৮ জন ডেলিগেটের জন্য ৩২ টি,কাঁথি-৫ নির্বাচন ক্ষেত্রে ৫ জন ডেডিগেটের জন্য ২২ টি,কাঁথি-৬ নির্বাচনক্ষেত্রে ৪ জন ডেলিগেটের জন্য ২১ টি,রামনগর -৭ নির্বাচনক্ষেত্রে ১১ জন ডেলিগেটের জন্য ৩৮ টি, এগরা-৮ নির্বাচনক্ষেত্রে ১১ জন ডেলিগেটের জন্য ৫৮ টি,মঙ্গলামাড়ো -৯ নির্বাচনক্ষেত্রে ৯জন ডেলিগেটের জন্য ৩০টি,হেঁড়িয়া -১০ নির্বাচনক্ষেত্রে ১৪জন ডেলিগেটের জন্য ৫৫ টি,বেলদা-১১ নির্বাচনক্ষেত্রে ১০ জন ডেলিগেটের জন্য ২১ টি,হলদিয়া- ১২ নির্বাচনক্ষেত্রে ১১ জন ডেলিগেটের জন্য ৩৭ টি,নন্দকুমার-১৩ নির্বাচনক্ষেত্রে ৯ জন ডালিগেটের জন্য ৩৪ টি,বাড়বড়িষা-১৪ নির্বাচনক্ষেত্রে ৬ জন ডেলিগেটের জন্য ২২ টি মনোনয়নপত্র জমা পড়েছে।উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন দেজ পাবলিশার্সের কর্ণধার সুধাংশু দে, মামুদ হোসেন, তরুণ কুমার জানা, চিন্তামণি মন্ডল, মীন মিত্র মমরেজ আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সূত্রের খবর তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম কংগ্রেস জোট এবং একটি বিক্ষুব্ধ গোষ্ঠীর প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন দেখার কোন দলের দখলে কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের পরিচালন ক্ষমতা থাকবে। জানা যাবে ২৫ আগস্ট নির্বাচনী ফল ঘোষণার পর।