আজ কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে কাঁথি ৩ চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শিক্ষিকা দের নিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন ও পরিকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় হল। উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি, সহ-সভাপতি বিমল চন্দ্র শাসমল,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্যা মিতারানী সাউ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সমরেশ দাস, কাঁথি ৩ পঃ সঃ খাদ্য কর্মাধ্যক্ষ উৎপল বর্মন, কাঁথি ৩ পঃ সঃ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাবিত্রী মন্ডল, কাঁথি ৩ চক্রের এস আই শ্রাবস্তী দাস অধিকারী,সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পঠন পাঠানোর উন্নতি ও পরিকাঠামোগত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয় সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।
Author: ekhansangbad
Post Views: ৪০