পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে বলে গ্রুপের মহিলারা বিক্ষোভ দেখালেন। অভিযোগ দিনের পর দিন মিড ডে মিলের দুর্নীতির ঘটনা ঘটছে।আরো অভিযোগ গ্রুপের লিডার ছন্দা মাইতি দীর্ঘদিন ধরে গ্রুপ বাজি এবং টাকা নয় ছয় করে চলেছে।এই সমস্ত দুর্নীতির অভিযোগ তুলে জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় এর সামনে গ্রুপের মহিলারা তালা লাগিয়ে বিক্ষোভে দেখালেন।
অভিযোগ ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান স্বপন নায়কে এই বিষয়ে সমস্ত কিছু জানালেও তিনি কোন কর্ণপাত করতে নারাজ এমনটাই জানাচ্ছেন গ্রুপের মহিলারা। তিন ঘন্টারও বেশী সময় ধরে তালা বন্ধ অবস্থায় বিক্ষোভ দেখান গ্রুপের মহিলারা
Author: ekhansangbad
Post Views: ১১০