Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামনগরে শুরু হলো হকার উচ্ছেদ প্রক্রিয়া।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরে হকার উচ্ছেদ প্রক্রিয়া শুরু হল। লোকসভা ভোটের পরে সরকারের বিশাল জয়ের পর, বড় ঘোষণা হকার উচ্ছেদ।

হকার উচ্ছেদ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে, কোথাও বিক্ষোভের মুখে পড়ছে প্রশাসন, কথাও প্রশাসনের সাথে হকার মালিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলছেন।

রামনগরে হকার উচ্ছেদ প্রক্রিয়ার শুরুতেই দেখা গেল সরকারের পক্ষে হকার মালিক গণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে প্রশাসনের পক্ষকে জানান।

এই হকার উচ্ছেদ প্রক্রিয়ায় শুরুতে উপস্থিত ছিলেন রামনগর ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ,  উপস্থিত ছিলেন রামনগর-১ পঞ্চায়েত সমিতির সদস্য তৎসহ রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি দীপক সার, উপস্থিত ছিলেন রামনগর -১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, উপস্থিত ছিলেন রামনগর ব্যবসায় সমিতির সভাপতি পঙ্কজ মহাপাত্র, উপস্থিত ছিলেন রামনগর থানার ওসি উজ্জ্বল নস্কর সহ বি এলও অফিসার , যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন প্রশাসনের সদস্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।।


রামনগর থানার ওসির সাথে যোগাযোগ করে হলে সংবাদ মাধ্যমকে জানান আমরা হকার উচ্ছেদের প্রথম দিনে বিভিন্ন হকারদের সাথে কথাবার্তা বললাম এবং তাদের সাথে কথাবার্তা বলে রাস্তা থেকে সরে যাওয়ার ব্যবস্থা করছি। রামনগরে নোংরা স্তুপ বসে আছে সেটা নিয়ে বলেন আমরা দু-একদিনের ভিতরে সেই স্তুপ টাকে সারাটানোর ব্যবস্থা করছি। আমরা হকারদের সাথে কথাবার্তা বলে সমস্যা সমাধানের ব্যবস্থা করছি।
রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার বলেন হকার উচ্ছেদ নয় হকারদের জন্য পুনর্বাসন প্রক্রিয়া শুরু হল।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read