Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত হয়েছে মহিষাদলের রথের  গাইড ম্যাপ।

প্রকাশ করা হল মহিষাদলের রথের গাইড ম্যাপ।আড়াইশ বছরের বেশি প্রাচীন মহিষাদলের রথ। পুরীও মাহেশের পরেই এই রথের নাম শোনা যায়। প্রতিবছর রথে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে। তাদের নিরাপত্তা ও সঠিক পথে রথের সামনে পৌঁছানোর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হল মহিষাদলের রথের গাইড ম্যাপ। এদিন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভা গৃহ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রথ পরিচালন কমিটির সভাপতি ও মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাদলের বিডিও বরুনাশীষ সরকার, ডিএসপি হেডকোয়ার্টার শান্তব্রত চন্দ,মহিষাদলের ওসি নাডুগোপাল বিশ্বাস, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস  সহ অন্যান্যরা।


প্রায় আড়াইশো বছরের পুরনো মহিষাদলের প্রাচীন রথ। আগে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হয়শতাব্দী প্রাচীন মহিষাদলের রথ। রথের পরিকাঠামোর বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন করা হয়েছে রথের দুটি চাকাও। দু’বছর পর ফের রথ হওয়ায় বাড়তি ভিড়ের আশঙ্কা করে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে রথ পরিচালন কমিটির তরফ থেকে। সুষ্ঠুভাবে রথ পরিচালনা করার জন্য মহিষাদল পঞ্চায়েত সমিতি ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। মহিষাদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট গাড়ির জন্য নো এন্ট্রি করা হয়েছে। মহিষাদল সিনেমা মোড়, মহিষাদল হসপিটাল মোড়, মহিষাদল পুরাতন বাজার বাস স্ট্যান্ড, মহিষাদল গয়েশ্বরী স্কুল মোড় ও মহিষাদল রথযাত্রা মাসির বাড়ি কাছে গাড়ি নিয়ে ঢোকা যাবে না।


রথের দিন কোন রকম দুর্ঘটনা এড়াতে রাস্তায় মোতায়েন করা হচ্ছে প্রায় পাঁচ হাজার পুলিশ ও সিভিক। পাশাপাশি  সিসিটিভি ও ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে রথের একটি রুট ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  বিধায়ক তিলক চক্রবর্তী জানান, মহিষাদলের প্রাচীন ঐতিহ্যবাহি রথকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। দির্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দফায় দফায় পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।প্রতি বছরের মতো এবছর রথে প্রায় ১৫০০ দোকান বসবে। যানজট এড়াতে রাস্তা থেকে প্রত‍্যেক দোকানকে রাস্তা ছেড়ে ৫ ফুট দূরে বসতে বলা হয়েছে। ভিড় এড়াতে রথের মেলা মহিষাদলের রাজবাড়ীর ছোলাবাড়িতে ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে মহিষাদলের প্রাচীন রথ সুন্দরভাবে পরিচালন করা চেস্টা করে চলেছি।
মহিষাদলের বিডিও বরুনাশীষ সরকার  জানান, প্রাচীন রথযাত্রায় যাতে আগত দর্শনার্থীদের কোনো রকমে সমস্যায় পড়তে না হয় তার জন্য আগে থেকেই কমিটি তৈরি করে দায়িত্ব  দেওয়া হয়েছে। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে রথযাত্রা পালন হোক।।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read