শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত দেউলিয়া বাজার এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে স্করপিওর ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহ। জানা গেছে কলকাতা গামী স্করপিও টি যখন যাচ্ছিল সেই সময় সাইকেল নিয়ে পারাপার হচ্ছিল স্থানীয় এক ব্যক্তি । সেই সময় স্করপিওটি ধাক্কা মারে সাইকেল আরোহিকেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেলে আরোহীর।
জানা গেছে ওই মৃত সাইকেল আরোহীর বাড়ি স্থানীয় পারিট গ্রামে। এই ঘটনায় প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় একদিক। ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষনের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়।
Author: ekhansangbad
Post Views: ৪৯