রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে হলদিয়া মেছেদা জাতীয় সড়কে সোনাপেতা টোল প্লাজায় ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
তমলুক থানা পুলিশ গোপন সূত্র খবর পেয়ে দিঘা থেকে কলকাতাগামী একটি বাসকে আটক করে।সেই বাসে যাত্রী সেজে বসে থাকা দুই যুবকের থেকে দুটি ব্যাগ উদ্ধার করে ও তাদের আটক করে। এরপর তমলুক মহকুমা পুলিশ আধিকারিক খবর দেয় পূর্ব মেদিনীপুর জেলা আদালতের ম্যাজিস্ট্রেটকে। ঘটনাস্থলে উপস্থিত হন পূর্ব মেদিনীপুর জেলা আদালতের ম্যাজিস্ট্রেট অঞ্জন চৌধুরী।তার উপস্থিতিতে ব্যাগ খোলা হলে দুটি ব্যাগে মোট দশ প্যাকেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই দুই ব্যক্তির নাম জগন্নাথ বিশ্বাস ও মৃণাল বিশ্বাস বাড়ি কোলকাতার বেলঘড়িয়া থানার কামারগাছিয়া এলাকায়। সোমবার ওই দুই যুবককে তোলা হয় তমলুক জেলা আদালতে। বিচারক সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।