পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে হলদিয়া ভবানীপুর থানার সহযোগিতা সেফ ড্রাইভ সেভ লাইফ হলদিয়া ব্রজলাল চক মোড়ে অনুষ্ঠিত হয়।
ভবানীপুর থানার ট্রাফিক অফিসার বিক্রম প্রধান বলেন,নিয়ম মেনে ভালোভাবে গাড়ি চালানো একটা অভ্যাসের বিষয়
আজকাল ব্যস্ত সময়ে মানুষ ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে গিয়ে নানা রকম পথ দুর্ঘটনার স্বীকার হয়ে থাকেন । রাস্তায় গাড়ি চালানোর কি কি বিষয় জানা দরকার চালকদের । তাদের সচেতন করতে হলদিয়া ভবানীপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো । ট্রাফিক ইন্সপেক্টর বরুণ গায়েন বলেন গাড়ি চালানোর আগে সুরক্ষা মূলক পদ্ধতিগুলি অবলম্বন করলে রাস্তায় পথ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় । সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর হাইওয়ে বরুণ গায়েন, হলদিয়া ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা, হলদিয়া ট্রাফিক অফিসার রানা ব্যানার্জি , ভবানীপুর থানার ট্রাফিক অফিসার বঙ্কিম প্রধান প্রমূখ ।