লরী ও ট্রাকে করে প্রায় ১০০টা গরু পাচারের আগে ধরা পড়ে গেল পুলিশের জালে।মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার
নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও পাঁচটি ছোট ট্রাককে আটক করে পুলিশ।এই গাড়ী গুলিতে ভর্তি প্রায় একশোরও বেশি গরুকে আটক করে তমলুক থানার পুলিশ।
জানা গেছে নরঘাট এলাকা থেকে পাঁচটি গাড়ি, হলদিয়া মেচেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরে পিংলা যাওয়ার সময় তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিমতৌড়ি এলাকায় আটক করে।
পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পশ্চিম মেদিনীপুরে পিংলার লক্ষীবাড়ি এলাকায় এই গরুগুলি জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য, সেই সময়ই আটক করে তমলুক থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত তমলুকে সি আই এবং তমলুক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। ছটি গাড়িসহ মোট ২৫ জনকে আটক করে তমলুক থানার পুলিশ।
Author: ekhansangbad
Post Views: ৪৫