Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সম্পত্তির কারণে বাবা মাকে মার-হুমকি

প্রদীপ কুমার সিংহ :-  কিছুদিন আগে নরেন্দ্রপুর এ এক বৃদ্ধার ছেলে সম্পত্তি তার নামে লিখে নিয়ে মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আবার সেই প্রায় একই ঘটনা নরেন্দ্রপুরে।
সম্পত্তির কারণে বাবা ও মাকে মারধোর ও হুমকি দেওয়ার অভিযোগ ৷ অভিযোগ পুত্র ও পুত্রবধুর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের উচ্ছেপোতায় ৷ ঘটনায় আক্রান্ত বৄদ্ধ পিতা ও মাতা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷


খেয়াদহের উচ্ছেপোতার বাসিন্দা দুলাল সিংহ ও শান্তি সিংহ ৷ সম্পতির প্রায় সবটাই ছেলেদের লিখে দিলেও বসতবাড়ি এখনও নিজেদের নামেই রেখেছেন ৷ সেই বসতবাড়িও যাতে লিখে দেওয়া হয় তারজন্য বাবা ও মায়ের সাথে খারাপ ব্যবহার করার অভিযোগ মেজ ছেলে লখাই সিংহ ও তার স্ত্রী মেনকা সিংহ এর বিরুদ্ধে ৷ বার্ধক্যজনিত নানান অসুখে আক্রান্ত দুলাল সিং ৷ এই অবস্থায় তার সাথে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ ৷ এমনকি প্রতিবেশী এক পরিবারকে ডেকে নিয়ে এসে বাবা ও মায়ের বিরুদ্ধে নির্যাতন করার অভিযোগ ৷ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ছেলে ও বৌমার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার  পুলিশ ৷

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read