পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের শৌলা ১ নম্বর মৎস্য বন্দর থেকে মঙ্গলবার ভোর ৫টা নাগাদ গভীর সমুদ্রে যায় কৃষ্ণসারথী নামের একটি ট্রলার। মঙ্গলবারই সকাল ১০টা নাগাদ ওই ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর দেড়টা নাগাদ মৎস্যজীবীদের মোবাইল ‘সুইচ অফ’ বলে জানতে পারে পরিবারের লোকজন। এর পরেই কান্নার রোল পড়ে যায় মৎস্যজীবি পরিবার গুলিতে।
অবশেষে ২৪ঘন্টা পর বুধবার নিখোঁজ হওয়া ৬ জন মৎস্যজীবীকে মাঝ সমুদ্র থেকে জীবিত উদ্ধার করে নিয়ে আসা হলো পেটুয়াঘাট মৎস্য বন্দরে। তাদেরকে শারীরিক চিকিৎসার জন্য আনা হচ্ছে কাঁথি মহকুমা হাসপাতালে।
উদ্ধার হওয়া মৎসজীবীরা হলেন
১)সত্যেন্দ্র বেরা(রঘুসর্দারবার জাল পাই)
২)জগবন্ধু দাস(সমুদ্রপুর)
৩)মানব বর(দামোদর পুর)
৪)খোকন বর(বগুড়ান জালপাই)
৫)গৌতম বেরা(রঘুসর্দারবার জাল পাই)
৬)জগন্নাথ বর(দামদরপুর)
জানা গেছে মৎস্যজীবিরা দুর্ঘটনায় পড়েছে বুঝতে পারার পরেই তল্লাশি অভিযান শুরু হয়। মৎস্য বন্দর থেকে তিন-চারটি ট্রলারকে উদ্ধারের কাজে পাঠানো হয়।
মৎস্য বন্দর সূত্রে জানা গিয়েছে, সমুদ্রে উল্টে যাওয়া ট্রলারটিকে দেখতে পাওয়া গেলেও নিখোঁজ মৎস্যজীবীদের কোনও হদিস মিলছিল না শুরুর দিকে। পরে বুধবার দুপুর নাগাদ জানা যায়, নিখোঁজ হয়ে যাওয়া ছ’জন মৎস্যজীবীকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।