লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া মহাকুমার ভবানীপুর থানার বালুঘাটা কুকড়াহাটি রাজ্য সড়কের উপর আশদতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে চৈতন্যপুর থেকে সুতাহাটা থানার বিজয়রামপুরের বাসিন্দা শেখ আব্দুল মাসুদ বাইক চালিয়ে ব্রজলালচক এর দিকে আসছিল।
সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আশদতলার কাছে লরির পিছনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক সহ ছিটকে পড়ে রাস্তার উপর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ এসেছে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনারগ্রস্ত বাইকটিকে বাজেয়াপ্ত করে রাস্তার যানজট মুক্ত করে।
Author: ekhansangbad
Post Views: ৯১