বরাবরের ঐতিহ্য বজায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি আয়োজিত রথযাত্রা উপলক্ষে ১৬দিনব্যাপী রথের মেলা ও ১৫ দিনব্যাপী চিত্তাকর্ষক সৌখিন যাত্রা প্রতিযোগিতার সূচনা হয় বুধবার। বালিঘাই বারোয়ারিতলা যাত্রা মঞ্চে আয়মানচক আনন্দধারা যাত্রা সংস্থার সম্পাদক ও বিচারক মন্ডলীকে সম্মাননার মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সেবা সমিতির কর্ণধার এ কালের দানবীর আশিস ধাওয়া। উপস্থিত বিচারক মন্ডলীর অন্যতম নাট্যকার ও অভিনেতা দীপক কুমার নন্দী, প্রাক্তন দুই শিক্ষক ও নাট্যকার ঈশ্বরচন্দ্র পাত্র ও মাধব চন্দ্র মিশ্র, সংস্থার কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায়।
সম্পাদক আশিস বাবু সংক্ষিপ্ত ভাষণে গ্রামীণ যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং ধাওয়া দের যাত্রা প্রিয়তার চিরাচরিত ঐতিহ্য বজায় রাখতে বরাবরের মতন এবারেও সৌখিন যাত্রা প্রতিযোগিতার প্রসঙ্গ তুলে ধরেন। বলেন ১৫ দিন ধরে এই প্রতিযোগিতা চলবে । প্রতি যাত্রা দলকে ১৫ হাজার টাকা ,চল্লিশ জনের খাওয়া ও আপ্যায়নের পাশাপাশি প্রতিযোগিতায় প্রথমকে ১৩ হাজার, দ্বিতীয়কে-১১ হাজার, তৃতীয়কে-৯, চতুর্থ কে-৭, পঞ্চমকে-৫ হাজার, ষষ্ঠকে -৪ হাজার এবং সপ্তম স্থানাধিকারীকে-২ হাজার সহ শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ খলনায়ক, শ্রেঠ কমেডিয়ান, শ্রেষ্ঠ শিশু শিল্পীকে পুরস্কৃত করার হবে বলে ঘোষণা করেন। আজ কানায় কানায় দর্শক ভর্তি বারোয়ারিতলায় আয়মানচক নন্দধারা তাদের ঐতিহাসিক যাত্রা পালা “নাঙ্গা তলোয়ার” মঞ্চস্থ করে। আগামীকাল একইভাবে মঞ্চস্ত হব বর্তনা গৌরহরি নাট্য সংস্থার নিবেদিত এবং তাপস কুমার রচিত সামাজিক যাত্রা পালা মৃত্যু বাসরে ফুলসজ্জা।
১৫ দিনেরএই যাত্রা প্রতিযোগিতার সমাপ্�