Select Language

[gtranslate]
১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য  দয়ানন্দকে, শোভাযাত্রার মাধ্যমে শুভেচ্ছা কোলাঘাটবাসীর।

কোলাঘাটের কুড়ে ঘর থেকে বিশ্বকাপ খেলার দেখে বড় হওয়া দয়ানন্দ গোড়ানি এবার  টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য । পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের জামিট্যা গ্রামের বাসিন্দা দয়ানন্দ গোড়ানি ।

খুব গরিব ঘরে ছেলে  দয়ানন্দ গোড়ানি ।প্রথমে কোলাঘাটে প্র্যাকটিস তারপর কলকাতা বিভিন্ন ক্লাবে ঘুরে ঘুরে আইপিএলে ।তারপর ইন্ডিয়া দলের ফিজিওথেরাপির দায়িত্বে  এবং মাঠে স্পিড বলের মন কেড়েছেন দয়ানন্দ।


গত ২০২০ সাল থেকে ভারতীয় দলের সাথে যুক্ত রয়েছেন দয়ানন্দ। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে এসেছে দেশের মাটিতে নেমেইং গতকাল মুম্বাই হয়ে আজ কোলাঘাট বাড়িতে এসে পৌঁছায় দয়ানন্দ । দয়ানন্দের বাবার অসুস্থ সেই কারণেই দ্রুত বাড়ি এসেছেন আজ। কোলাঘাট থেকে ছামিট্যা গ্রামের বাড়ি পর্যন্ত শোভাযাত্রার মাধ্যম দিয়ে গোটা কোলাঘাটবাসী শুভেচ্ছা জানায় দয়ানন্দকে।



দয়ানন্দ এটা প্রথম বিবাহ বার্ষিক। দয়ানন্দ স্ত্রী  টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি দেশের মাটিতে নিয়ে আসাওকেই প্রথম বিবাহ বার্ষিক পুরস্কার হিসেবে চেয়েছিলেন, আর তা পূরণ করতে পেরেছেন দয়ানন্দ স্ত্রীকে পাশে নিয়ে জানালেন দয়ানন্দ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read