ইন্দ্রজিৎ আইচ :- উত্তম মঞ্চে পালিতো হলো বিখ্যাত সঙ্গীত শিল্পী অমিত কুমার এর
জন্মদিন পালন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে কেক কেটলেন এই অমিত কুমার ফ্যান ক্লাবের কর্ণধার সুদীপ্ত চন্দ্র, সঙ্গীত পরিচালক দেবজিত, শ্যাম সুন্দর জুয়েলারি র কর্ণধার রূপক সাহা, প্রোগাম অর্গানাইজার তোচন ঘোষ সহ আরো অনেকে।
সকলেই কিশোর কুমারের ছেলে অমিত কুমার এর
গানের ভুয়সী প্রসংশা করেন।
অনুষ্ঠানে গায়ক রূপঙ্কর বাগচী শোনালেন অমিত কুমারের গাঁওয়া আমার পেশায় কলকাতা আমার নেশায় কলকাতা , আমার ময়ূর মহলে, গুণ গুণ করে মন প্রমুখ জনপ্রিয় গানগুলো। শিল্পী নিলোময় চট্টোপাধ্যায় শোনালো আরে আরে আরে বন্ধু তুই পারবি।
অন্যান্য শিল্পী দের মধ্যে সিধু, অনিন্দ্য বোস, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ শিল্পীরা গানে গানে শ্রদ্ধা নিবেদন করেন এবং শিল্পী ও মানুষ অমিত কুমার সর্ম্পকে
অনেক কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবাশিস বসু।সমগ্র অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন সুদীপ্ত চন্দ্র।