Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেমুরিয়াতে রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করলেন অখিল গিরি।

সারা বছরের অপেক্ষার অবসান ঘটলো অবশেষে। মন্ত্রী অখিল গিরি ডেমুরিয়া রথ যাত্রার রথের দড়ি টেনে আজ রথযাত্রার  সূচনা করলেন। পূর্ব মেদিনীপুর জেলার ডেমুরিয়ায় রথের ঐতিহ্য  ৩৫০ বছরের।
জগন্নাথ বলরাম সুভদ্রার তিনটি পৃথক রথ শুভ সূচনা করলেন এলাকার বিধায়ক তথা  রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি।  উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধক্ষ তমালত তরু দাস মহাপাত্র, রামনগর দুই ব্লকের বিডিও অখিল মন্ডল, ডেমুরিয়া রথযাত্রা কমিটির সম্পাদক অলক চৌধুরী সহ প্রমূখ্য ব্যক্তিবর্গ।

কয়েক লক্ষ ভক্ত সমাগম ঘটে এই রামনগরের ডেমুরিয়ার রথযাত্রার।
বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমারি দোকান ও নাগরদোলা সার্কাস চলে এসেছে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন দোকানের স্টল যেমন বসেছে ঠিক তেমনিভাবে বিভিন্ন অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছে দেশ বিদেশ থেকে বিভিন্ন স্থল এসেছে ডেমুরিয়ার এই ঐতিহ্যবাহী রথের মেলায়। প্রতি বছরের মতো এবছরও আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার উত্‍সব পালিত হয়। সাতদিনের জন্য গুণ্ডিচা মন্দির তথা মাসির বাড়িতে ঘুরতে যান তিন ভাই-বোন।হিন্দুধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব। রথের দিন যে কোনও শুভ কাজ করা যায়। সাত দিন ধরে চলা এই রথযাত্রা কে কেন্দ্র করে সাজো সাজো রব ডেমুরিয়ায়। রথযাত্রা মানেই গরম জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়া।  পুরো ব্যবস্থাপনায় কোথাও যদি কোন ফাঁক থেকে যায় তাহলে তা দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাত পোহালেই রথযাত্রার মেতে উঠবেন ডেমুরিয়াসহ আশেপাশের এলাকার বাসিন্দারা। এই রথ যাত্রায় প্রচুর মানুষের সমাগম ঘটে এমন কি উপকূলবর্তী এলাকার পর্যটকরা আসেন এই রথযাত্রার উৎসব দেখার জন্য। ভিড় নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনিক তৎপরতাও থাকি তুঙ্গে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read