Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যুতে নতুন আইনের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগ বিক্ষোভ।

এতদিন চিকিৎসকদের গাফিলতিতে রোগী মৃত্যু হলে যে শাস্তির বিধান ছিল, তা বদলে  ভারতীয় নতুন আইনে চিকিৎসকদের কড়া শাস্তির উল্লেখ করা হয়েছে। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগ অবস্থান বিক্ষোভ শুরু করেছে সোমবার থেকে।

সোমবার রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ক্যাম্পাসে একাডেমিক বিল্ডিং এর সামনে অবস্থান বিক্ষোভ দেখায় তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজের ছাত্ররা। তাদের দাবি এই নতুন আইন প্রত্যাহার করতে হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে, এমনটাই জানান তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের তমলুক মেডিকেল কলেজের ছাত্ররা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read