Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকার তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগে গ্রেফতার হল বিজেপি কর্মী। অভিযোগ নির্বাচন পরবর্তী হিংসার কারণে গত ১৬ই জুন এক তৃণমূল কর্মীকে অপহরণ করে নিয়ে যায় বিজেপি আশ্রিত দুষ্টৃতকারীরা। পাশাপাশি তার পরিবারকে ধরে মারধর করে বলে অভিযোগ। অপরনের অভিযোগ তালপাটিঘাট পোস্টাল থানায় অভিযোগ হলে ১৭ জুন সকালে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। সেই থেকে অপহরণকারীদের খোঁজে তল্লাশি চলছিল। 

রবিবার খেজুরির তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশ অভিযান চালিয়ে  সাতশিমলি গ্রাম থেকে অজয় দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। আজ সোমবার তাকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে। দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমুদ্ভব দাস বলেন পুলিশ পুলিশের কাজ করছে। এতে মিথ্যা মামলার কোন ব্যাপার নেই।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read