রথযাত্রা উপলক্ষে ডিজে বক্স প্রতিযোগিতার আসরে পুলিশ হানা দিয়ে ১৫ জনকে গ্রেফতার করে একাধিক ডিজে বক্স বাজেয়াপ্ত করল। সূত্রের খবর ভূপতিনগর থানার উদবাদাল এলাকায় রথযাত্রা উপলক্ষে ডিজে বক্সের প্রতিযোগিতা চলছিল। ডিজে বক্সের দাপটে অতিষ্ঠ হয়ে ওঠে সাধারণ এলাকাবাসী। অসুস্থ হয়ে পড়ে বহু বয়স্ক মানুষজন।
অতিষ্ঠ হয়ে পুলিশে অভিযোগ করলে রবিবার সন্ধ্যায় বিশাল পুলিশবাহিনী হানা দেয় ডিজে বক্স প্রতিযোগিতার আসরে। একাধিক ডিজে বক্স বাজেয়াপ্ত করে ১৫ জনকে গ্রেফতার করে। ধৃতরা হল খাঞ্জাদপুর এলাকার পবিত্র ভূঁইয়া, গুরুপদ মাল, বিলাস সাহু, সকটিয়া এলাকার প্রসেনজিৎ দাস প্রশান্ত দাস সহ ১৫ জনকে আজ সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
Author: ekhansangbad
Post Views: ১৯৭