বাইক চুরির ঘটনায় যুক্ত এক যুবককে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সস্তা নগর থেকে গ্রেফতার করলো পটাশপুর থানার পুলিশ। অভিযোগ পটাশপুর থানা এলাকায় গত ২০২৩ সালের ২২ অক্টোবর একটি বাইক চুরি হয়। বাইকের খোঁজ না পেয়ে বাইকের মালিক পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পটাশপুর থানার পুলিশ তদন্তে নামে।
বিভিন্ন সূত্র তল্লাশি করে বৃহস্পতিবার অভিযান চালিয়ে দাঁতন থানার সস্তানগর থেকে দেব কুমার মাঝিকে গ্রেফতার করে। কিন্তু চুরিয়া যাওয়া বাইক উদ্ধার করতে পারিনি পুলিশ। ধৃতকে শুক্রবার কাঁথি মহাকুম আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ বাইক চুরি চক্রের হদিস পাওয়ার জন্য দেব কুমারকে পুলিশ আপাতত নিয়েছিল। তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে সূত্রের খবর। আজ সোমবার পুলিশ হেফাজতের পর পুনরায় আদালতে তোলা হয়। বিচারক তার জামিন এর আবেদন না মঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ তদন্ত করছে হারিয়ে যাওয়া বাইক পাওয়ার জন্য।