প্রতিবেশীকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল খেজুরী থানার পুলিশ। অভিযোগ খেজুরী থানার খেজুরী গ্রামের গুরুপদ প্রামাণিক এর সঙ্গে তার প্রতিবেশীর পুরানো জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে বচাসা শুরু হয়। বচসা চলতে চলতে উত্তেজনা বাড়লে গুরুপদ তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে মারধর ও খুনের চেষ্টা করে বলে অভিযোগ।
গুরুতর আহত হয়ে থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গুরুপদকে গ্রেফতার করে খেজুরি থানার পুলিশ । আজ সোমবার গুরুপদ প্রামানিক কে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
Author: ekhansangbad
Post Views: ৫৬