স্কুল বাঁচাও মূল বাঁচাও আন্দোলনকে সফল করতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করলো বাম ছাত্র সংগঠন এসএফআই। আজ মঙ্গলবার সকালে মারিশদা লোকাল কমিটির পক্ষ থেকে করল দা বাণীপীঠ হাইস্কুলের গেটের সামনে দাঁড়িয়ে গণস্বাক্ষর সংগ্রহ করল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। এদিন মোট ২৭০ জন ছাত্রছাত্রী গণস্বাক্ষর করেছেন। এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য পল্লব পন্ডা, শুভদীপ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব।একইভাবে হলদিয়া মহকুমা বার ঘসিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। আগামী ১৩ই জুলাই এই গণস্বাক্ষর সম্বলিত দাবি পত্র পূর্ব মেদিনীপুর জেলার স্কুল পরিদর্শকের কাছে দেওয়া হবে। হলদিয়ার এই অভিযানে উপস্থিত ছিলেন সেরা সম্পাদক মন্ডলী সদস্য সৈয়দ ইমরান আলী ও শেখ রবিউল সহ অন্যান্য ছাত্র-ছাত্রী।
Author: ekhansangbad
Post Views: ৫৯