নাবালিকা অপহরণের পর নাবালিকা ও নাবালিকার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগে গ্রেপ্তার হল দুই যুবক। কিছুদিন আগে কাঁথি ৩ ব্লকের মারিশদা থানার ধান্দালীবাড় গ্রাম থেকে এক নাবালিকা অপহৃত হয়। নাবালিকার খোঁজ না পেয়ে তার পরিবারের লোকেরা মারিশদা থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে। নাবালিকা কে উদ্ধার করলেও অপহরণকারীরা অধরা ছিল।
নাবালিকা উদ্ধারের পর থেকে নাবালিকাকে এবং তার পরিবারের লোকেদের ফোনে মেরে ফেলার হুমকি দেয় ওই গ্রামের রাহুল পরিয়া ও অভিজিৎ বর নামের দুই যুবক। নাবালিকার পরিবার পুনঃরায় অভিযোগ জানালে পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার সন্ধ্যায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে। আজ বুধবার কাঁথি মহকুমা আদালতে অভিযুক্তদের তোলা হয়। বিচারক তাদের জামির না মঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন।
Author: ekhansangbad
Post Views: ৩৯