প্রদীপ কুমার সিংহ :- সোনারপুরের গাড়াল এলাকায় আইসিডিএস সেন্টারের খাবারে বের হল ইদুর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বিষয়টি জানাজানি হওয়াতে অনেকেই বমি করছেন। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ সেন্টারের সামনে।
সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়াল আইসিডিএস সেন্টার। গর্ভবতী মহিলা ও পড়ুয়া মিলিয়ে মোট ৪২ জনের রান্না হয় প্রতিদিন। আজও রান্নাবান্না হয়েছিল। খিচুড়ি ও ডিমসেদ্ধ দেওয়া হয়েছিল। খাবার নিয়ে বাড়িতে গিয়ে দেখেন যে খিচুড়ির মধ্যে ইদুর ঘুরে বেড়াচ্ছে। স্থানীরা জড়ো হন আইসিডিএস সেন্টারের সামনে। রান্নাঘর অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ। এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের খাবার দেওয়া হয়। যারা সেন্টারের দায়িত্বে তারা নিয়মিত আসেন না। খাবারের পরিমানও কম দেওয়া হয়। এছাড়াও আরও নানান বিষয়ে অভিযোগ জানান তারা। চালের বস্তায় পোকা ও ইদুরের উৎপাত। আইসিডিএস এর কর্মি জানান তিনি পরিষ্কার করেই রান্না করেছিলেন। তারপরেও কি করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে সোনারপুর ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে। স্টুডেন্টদের অভিভাবকদের অনেক অভিযোগ আছে আইসিডিএস এর রান্না নিয়ে।