Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যানেল ও নিকাশি নালা সংস্কারের দাবিতে আন্দোলন।

পাঁশকুড়া এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া “ওয়ান মেন” খাল মজে যাওয়া ও এন.এইচ.- ৬ এর উপর ফ্লাইওভার এবং ছয় লেনের রাস্তা তৈরীর সময়ে নিকাশী নালা বন্ধ হয়ে যাওয়া প্রভৃতি কারণে নারান্দা, কনকপুর,মহৎপুর,জানাবাড়,শিমুলহাণ্ডা,আখোয়াড় সহ বিস্তীর্ণ এলাকার জলনিকাশী অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলস্বরূপ এলাকার ধান,বাদাম ও অর্থকরী ফসল ফুলচাষ নষ্ট হচ্ছে। যে কারণে প্রায় সহস্রাধিক পরিবার খাদ্য ও আর্থিক সংকটে পড়ে দুর্বিসহ অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। স্থানীয় প্রশাসনকে বারে বারে জানানো সত্ত্বেও তারা কোন সদর্থক ভূমিকা পালন না করায় ভুক্তভোগী কৃষকদের নিয়ে গড়ে উঠেছে আন্দোলনের অরাজনৈতিক মঞ্চ ‘নারান্দা-মহৎপুর কৃষি বাঁচাও কমিটি’। ঐ কমিটির পক্ষ থেকে আজ ১০ জুলাই ২০২৪,পাঁশকুড়া সেচ দপ্তরের এসডিও এবং ব্লকের বিডিও’র নিকট বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচীতে সামিল হন শতাধিক কৃষক। ডেপুটেশন উপলক্ষে ৩ দফা দাবী সম্বলিত স্মারকলিপি দেওয়া হয় সেচ দপ্তরের এসডিও নাজেশ আফরোজ ও বিডিও কে। প্রতিনিধিদলে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম  সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,নারান্দা-মহৎপুর কৃষি বাঁচাও কমিটি’র সহঃ সভাপতি গৌরহরি সামন্ত ও নিমাই বাড়ী,যুগ্ম সম্পাদক সমরেন্দ্রনাথ মাজী ও দেবেন জানা প্রমুখ।
            নারায়ন চন্দ্র নায়ক জানান,সেচ দপ্তরের এস ডি ও আগামীকালই কমিটির প্রতিনিধিদের নিয়ে খাল এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read