মাঝ সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর। সূত্রের খবর হাওড়া জেলার উলুবেরিয়া ফুলেশ্বর এর রাজবংশী পাড়ার বাসিন্দা ফটিক গায়েন (৫০) মৎস্য শিকারের সময় মাঝ সমুদ্রে অসুস্থ হয়ে পড়ে। সহকর্মীরা দ্রুত ট্রলার কে শোলা মৎস্য বন্দরে নিয়ে আসে এবং অসুস্থ ফটিক কে তড়িঘড়ি কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ফটিককে মৃত বলে ঘোষণা করেন। ফটিকের মৃত্যুর খবর তার পরিবারকে দেওয়া হয়েছে।
কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি বলেন ঘটনাটি দুঃখজনক। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সংগঠনের সম্পাদক লক্ষীনারায়ণ জনা বলেন এই ঘটনা খুব দুঃখজনক তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংগঠন তার পাশে থাকবে। কাঁথি হাসপাতালে চিকিৎসক ফটিকের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি। জানিয়েছেন ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ ফটিকের মৃতদেহ ময়না তদন্তের নির্দেশ দিয়েছে। মৃত্যুর কারণ তদন্ত শুরু করেছে পুলিশ।