পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ মহাবিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী দ্বিতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের প্রাকটিক্যাল ক্লাস যোগা এন্ড ওয়েলনেস শুরু হয়েছে। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী আন্ডার গ্রাজুয়েট এ এই প্রথম বছর যোগা যোগ হয়েছে। ছাত্র-ছাত্রীরা উৎসাহিত এবং আনন্দিত।
দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী রিতা বারিক এবং পায়েল গিরি বলেন যে পড়াশুনার ফাঁকে এই যোগা ক্লাস করে শরীর চর্চা করতে খুবই ভালো লাগছে, শরীরের দিকেও নজর রাখা হচ্ছে তেমনি পড়াশোনায় আরো বেশি করে মন বসছে। প্রতিনিয়ত এই যোগা ক্লাস করান কলেজের শিক্ষক তপন পাত্র এবং অর্ণব ত্রিপাঠী।
Author: ekhansangbad
Post Views: ৪২