কাজু বাদামের বাগান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল এলাকায়। বুধবার বিকালে রামনগর ২ ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতের দেপাল দক্ষিণাংস গ্রামের কাজুবাদামের জঙ্গলে স্থানীয় লোকজন দেখতে পায় বাদাম গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবককে ঝুলতে। এলাকায় খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জড়ো হয় বহু এলাকাবাসী।
পুলিশে খবর দিলে রামনগর থানার পুলিশ এসে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। যুবকের পরিবারের লোকেরা দেহ সনাক্ত করেন। জানা যায় ওই গ্রামের অশোক ঘড়া মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল। বহুভাবে আত্মীয়-স্বজন এর বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাওয়া যায়নি। বুধবার বিকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় শুরু হয় এলাকায় জল্পনা। প্রশ্ন উঠেছে এটি খুন নাকি আত্মহত্যা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়ে মৃত্যু রহস্য উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে পারিবারিক অশান্তির কারণে অশোক আত্মঘাতী হয়েছে।